প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা

By স্টার অনলাইন ডেস্ক
9 July 2022, 17:01 PM
UPDATED 19 July 2022, 10:28 AM

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। 

আজ শনিবার রাতে কলোম্বোর পঞ্চম লেনে অবস্থিত তার ব্যক্তিগত বাড়িটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে বিবিসি জনিয়েছে, প্রায় ১ ঘণ্টা ধরে কলম্বোতে বিক্রমাসিংহের বাসভবনের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে উত্তেজনার পর আগুন দেওয়া হয়।

সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন সাংবাদিককেও আক্রমণ করে। এ ঘটনার পর আরও অনেক বিক্ষোভকারী সেখানে জড়ো হন। 

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হলেও তারা বাড়িটিতে ঢুকে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, কলম্বো মিউনিসিপ্যাল​কাউন্সিলের (সিএমসি) ফায়ার ব্রিগেড বলছে, কলম্বোতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন লাগার বিষয়টি তাদের জানানো হয়েছে। তবে উত্তাল পরিস্থিতির কারণে তারা সেখানে পৌঁছতে পারেনি।

এর আগে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।