বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

By স্টার অনলাইন ডেস্ক
9 July 2022, 13:29 PM
UPDATED 9 July 2022, 20:55 PM

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রনিল বিক্রমাসিংহে।

আজ শুক্রবার ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

ইন্ডিয়াডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক বলে দলীয় নেতাদের জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি একটি সর্বদলীয় সরকারের দায়িত্ব গ্রহণের পথ তৈরির আগ্রহ প্রকাশ করেন।

তিনি টুইট করেন, সকল নাগরিকের নিরাপত্তাসহ সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে আমি সর্বদলীয় সরকার গঠনের জন্য পার্টি নেতাদের সর্বোত্তম সুপারিশ গ্রহণ করছি। এটি সহজ করতে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।

রনিল বিক্রমাসিংহে বলেন, এই সপ্তাহে সারাদেশে জ্বালানি সরবরাহ পুনরায় শুরু হওয়ার কথা আছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পরিচালকের এ সপ্তাহে শ্রীলঙ্কা সফরের কথা আছে এবং আইএমএফের জন্য ঋণ স্থায়িত্ব প্রতিবেদন শিগগির চূড়ান্ত হওয়ার কথাও আছে।

এর আগে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হতে শুরু করলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার সরকারি বাসভবন থেকে পালিয়ে যান।