‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ জারির পক্ষে-বিপক্ষে মানববন্ধন, রাস্তা অবরোধ
রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' অধ্যাদেশ জারির পক্ষে ও বিপক্ষে দফায় দফায় মানববন্ধন, রাস্তা অবরোধ চলছে নিউমার্কেট-আজিমপুর এলাকায়।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত সাইন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীরাই ছিলেন সেখানে।
এদিকে, পৌনে ১২টা থেকে ইডেন কলেজের সামনে রাস্তা অবরোধ করে রাখেন সেই কলেজের একদল শিক্ষার্থী। তাদের দাবি, প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইডেনের স্বতন্ত্রতা নষ্ট করে দেবে।
ইডেনের এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অধ্যাদেশ জারি হলে ইডেন ও বদরুন্নেসা (কলেজ) বিলুপ্ত হয়ে যাবে। কেবল ফ্যাকাল্টি হিসেবে থাকবে এ দুটি প্রতিষ্ঠান।'
'আমরা চাই ইডেন ও বদরুন্নেসাকে মিলিয়ে নারীদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক', যোগ করেন তিনি।
দেড়টা পর্যন্ত ইডেনের সামনের রাস্তা অবরোধ করে রাখার পর ঢাকা কলেজ অভিমুখে রওনা হন তারা। সেই মিছিলে ২০-৩০ জন শিক্ষার্থীকে দেখা যায়, যারা পরে ঢাকা কলেজের ভেতরে অবস্থান নেন।
এই আন্দোলনকারীরা ঢাকা কলেজের সামনে যখন আসেন, তখন রাস্তার অপর পাশে অবস্থান করছিলেন অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের 'ইডেন বাঁচাও' স্লোগানের বিপরীতে তাদেরকে 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করতে দেখা যায়।
বিকেল ৩টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইডেন শিক্ষার্থীদের ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াসের কার্যালয়ের সামনে 'স্বতন্ত্রতা রক্ষার' দাবি নিয়ে অবস্থান করতে দেখা যায়।
একজন শিক্ষার্থী জানান, 'স্বতন্ত্রতা রক্ষার' দাবি নিয়ে তারা এসেছেন ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে, যিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক।
অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা ২টার পর থেকে ঢাকা কলেজের সামনের রাস্তা বন্ধ করে রেখেছেন। যে কারণে নিউমার্কেট থেকে শাহবাগ ও আজিমপুরমুখী রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ডেইলি স্টারকে বলেন, 'এই এলাকায় আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখন পর্যন্ত আন্দোলন সুশৃঙ্খলভাবেই চলছে।'
একইদিনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে নিজ নিজ কলেজের সামনে মানববন্ধন করেছেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষকরা।