৫ শতাংশ বাড়ি ভাড়া ‘প্রত্যাখ্যান’, তবে সরকারের প্রতিক্রিয়া ‘প্রাথমিক বিজয়’

By স্টার অনলাইন রিপোর্ট
19 October 2025, 05:47 AM
UPDATED 19 October 2025, 12:14 PM

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫ শতাংশ নির্ধারণ করাকে 'প্রাথমিক বিজয়' হিসেবে অভিহিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি। তবে তিনি এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন।

আজ রোববার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, '৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।'

যোগাযোগ করা হলে দ্য ডেইলি স্টারকে আজিজি বলেন, 'আমরা ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির এই প্রহসনের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি।'

তিনি বলেন, 'তবে আমরা এই প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছি এই কারণে যে, সরকারের তরফে একটা প্রতিক্রিয়া অন্তত এসেছে।'

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ তাদের দাবিকৃত ভাতা বৃদ্ধির আগ পর্যন্ত ভুখা মিছিলসহ শিক্ষকদের পূর্ব ঘোষিত সকল কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এর আগে আজ সকালে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন বাড়ি ভাড়া ভাতা কাঠামো অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।

এ বিষয়ক চিঠি থেকে জানা যায়, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (নূন্যতম ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।

শিক্ষকদের দাবি ছিল বাড়ি ভাড়া তাদের মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ করা। কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে ৫ শতাংশ বাড়ি ভাড়া করার বিষয়ে বিদ্যমান বাজেটগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছে মন্ত্রণালয়।