কুমিল্লা বোর্ডে পাসের হার কমে ৪৬.৮৬ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
16 October 2025, 05:30 AM
UPDATED 16 October 2025, 11:51 AM

চলতি বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে ৪৬ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে।  গত বছর বোর্ডের পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ।

এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭০৭ জন। গত বছর এই সংখ্যা ছিল সাত হাজার ৯২২।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শামসুল ইসলাম।  

তিনি বলেন, এ বছর বোর্ডের আওতাভুক্ত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় মোট ৯৯ হাজার ৫৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৭ হাজার ৫২৪ জন ছেলে এবং ৪২ হাজার ৫২ জন মেয়ে।

ফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করেছে। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৪৭ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। 

এ বছর ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ৩৭৬।