এইচএসসির ফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

By স্টার অনলাইন রিপোর্ট
16 October 2025, 04:55 AM
UPDATED 16 October 2025, 19:51 PM

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। পাসের দিক দিয়ে এবার মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে।

চলতি বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছেলেদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। ছেলেদের তুলনায় চার হাজার ৯৯১ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে। 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এই ব্যবধান আরও স্পষ্ট। সেখানে ছেলেদের তুলনায় ৮৭ হাজার ৮১৪ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ এর ব্যবধানও বেশ। ছেলেদের তুলনায় পাঁচ হাজার ৯৭ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে। 

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।