কুমিল্লা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

By স্টার অনলাইন রিপোর্ট
21 July 2025, 07:02 AM

বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ১০ জুলাই স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।

আজ সোমবার কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ৯ জুলাই হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় পানি বৃদ্ধি পাওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

রুনা নাসরিন জানান, ফেনীসহ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই স্থগিত পরীক্ষা আগামী ১২ আগস্ট নেওয়া হবে।