শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এসব তথ্য জানিয়েছে।
ডিএমসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কেন্দ্রীয় চা-উৎপাদন অঞ্চল বদুল্লায়। সেখানে রাতে পাহাড়ধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়।
পার্শ্ববর্তী নুয়ারা এলিয়া জেলাতেও একইভাবে আরও চারজনের মৃত্যু হয়েছে। বাকি মৃত্যুগুলো দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে।
মুষলধারে বৃষ্টিতে প্রায় ৪০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার একশোর বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ডিএমসি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নদীর পানি দ্রুত বাড়ছে।
নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দেশজুড়ে চূড়ান্ত বর্ষের স্কুল পরীক্ষা দুদিনের জন্য স্থগিত করেছে সরকার।
চলতি সপ্তাহের এ আবহাওয়া-সংক্রান্ত মৃত্যুহার গত বছরের জুনের পর সর্বোচ্চ। তখন প্রবল বর্ষণে ২৬ জনের মৃত্যু হয়েছিল। গত ডিসেম্বরেও বন্যা ও ভূমিধসে ১৭ জন প্রাণ হারান।
সেচব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য শ্রীলঙ্কা মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। তবে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে ক্রমবর্ধমানভাবে তীব্র বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন।