চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
31 August 2025, 06:59 AM
UPDATED 31 August 2025, 13:29 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

চবি.jpg
ছবি: রাজীব রায়হান/ স্টার

এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের সাংবাদিক জানান, দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপক্ষ লাটিসোটা নিয়ে বাচার দোকান এলাকায়, আরেকপক্ষ লন্ডনি বিল্ডিংয়ে অবস্থান নিয়েছে।

গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শতাধিক আহত হয়। যাদের মধ্যে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষক রয়েছেন।