ময়মনসিংহে ডাকসু সদস্যের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
20 November 2025, 16:08 PM
UPDATED 20 November 2025, 22:17 PM

ময়মনসিংহ শহরের ঢোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা ওয়াসওয়াতুন রাফিয়ার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণের পর তারা সেখানে আগুনও ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছে পরিবার।

এ ঘটনায় আজ বিকেলে অজ্ঞাতদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন।

মামলার এজাহারে বলা হয়েছে—ভোররাত ৩টার দিকে বিকট শব্দে রাফিয়ার পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে তারা দেখেন বাড়ির মূল ফটকের সামনে আগুন জ্বলছে।

mymensingh_cocktail_charegd-02.jpg
ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেট। ছবি: সংগৃহীত

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে দিতে কেরোসিন বা পেট্রল-জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। এতে গেটের একটি অংশ পুড়ে যায়।

রাফিয়ার ছোট ভাই ও মামলার বাদী খন্দকার জুলকারনাইন রাদ অভিযোগ করেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুপার কাজী আখতারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।