মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে অন্তত একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই মার্কেটের সামনে এ ককটেল বিস্ফোরণ হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুক্তিযোদ্ধা মার্কেট থেকে কেউ সড়কে ককটেল ছুড়ে মেরেছে। এতে একজন আহত হয়েছেন।'
আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি ফুটপাতের একজন বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি দারুস সালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন ডেইলি স্টারকে জানান, ধারণা করা হচ্ছে মার্কেটের ৪তলা থেকে ককটেলটি ছোড়া হয়েছে।