যেভাবে স্মার্টফোন ম্যালওয়্যার মুক্ত রাখবেন

অরণ্য সৌরভ
অরণ্য সৌরভ
25 November 2025, 05:41 AM

স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসের কাজ, ব্যাংকিং, অনলাইন কেনাকাটা, ছবি-ভিডিও, সামাজিক যোগাযোগ সবকিছুই এখন এই একটি ডিভাইসের ওপর নির্ভরশীল। তবে এত সুবিধার সঙ্গে আছে কিছু সাইবার ঝুঁকিও। বিশেষ করে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের আক্রমণের আশঙ্কা।

ম্যালওয়্যার হলো এমন সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফোনে প্রবেশ করে। এর কাজ হলো ডেটা চুরি করা, ফোনের গতি কমানো (হ্যাং) করা, অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখানো বা আর্থিক ক্ষতি করা। যদি সঠিকভাবে এটি শনাক্ত ও প্রতিরোধ করা না যায়, তাহলে ফলাফল হতে পারে মারাত্মক ক্ষতিকর।

ম্যালওয়্যার আক্রান্ত ফোনের লক্ষণ

১. ম্যালওয়্যার প্রায়ই ব্যাকগ্রাউন্ডে কাজ করে। ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। হঠাৎ করে ব্যাটারির খরচ বেড়ে গেলে সতর্ক হোন।

২. ম্যালওয়্যার প্রায়ই ইন্টারনেট ব্যবহার করে তথ্য পাঠায় বা গ্রহণ করে। হঠাৎ করে ডেটা ব্যবহার বেড়ে গেলে তা ম্যালওয়্যারের সম্ভাব্য সতর্ক সংকেত হতে পারে। 

৩. অজানা কিছু র‌্যাম ও প্রসেসর দখল করলে ফোন হ্যাং বা ধীরগতি হয়ে যায়। অ্যাপ খুলতে, টাইপ করতে বা স্ক্রল করতে দেরি হতে পারে। এমন লক্ষণ পেলে সতর্ক হোন।

৪. এমন অ্যাপ যা আপনি ইনস্টল করেননি বা হোমস্ক্রিনে হঠাৎ বিজ্ঞাপন দেখানো শুরু করলে সতর্ক হন। স্প্যাম অ্যাপ বা অ্যাডওয়্যার এ ধরনের লক্ষণ দেখায়।

৫. ব্যাকগ্রাউন্ডে চলমান ম্যালওয়্যার প্রসেসরকে অতিরিক্ত কাজ করায়। অল্প বা দীর্ঘ সময় ফোন ব্যবহারের কারণে যদি ফোন অস্বাভাবিক গরম হয়ে যায়, তবে এটি সতর্ক সংকেত হতে পারে।

৬. অজানা নম্বর থেকে অটো কল বা অপ্রত্যাশিত মেসেজ আসা শুরু করলে সতর্ক হোন। ম্যালওয়্যার কখনো ফোনের কন্টাক্ট তথ্যের অপব্যবহার করে এমন আচরণ করতে পারে।

কীভাবে নিশ্চিত হবেন ফোনে ম্যালওয়্যার আছে?

সিকিউরিটি অ্যাপ ব্যবহার করুন: বিশ্বস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ—যেমন: গুগল প্লে প্রোটেক্ট, অ্যান্ড্রয়েড ডিফল্ট, বিটডিফেন্ডার, নর্টন, অ্যাভাস্ট ব্যবহার করুন। ফোন স্ক্যান করুন এবং সন্দেহজনক অ্যাপ চিহ্নিত করুন।

অ্যাপ আনইনস্টল করুন: সেটিংস > অ্যাপস > ইনস্টলড অ্যাপস। এবার অজানা বা অবাঞ্ছিত অ্যাপ ডিলিট করুন।

সিস্টেম ও অ্যাপ আপডেট করুন: পুরনো সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা ম্যালওয়্যারকে সুযোগ দেয়। নিয়মিত অ্যান্ড্রয়েড বা আইওএস আপডেট করুন।

ফ্যাক্টরি রিসেট করুন: সবকিছু চেষ্টা করার পরও সমস্যা থাকলে, গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিয়ে ফোন রিসেট করুন

ম্যালওয়্যার প্রতিরোধের কার্যকর কৌশল

  • অজানা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অবিশ্বস্ত লিঙ্ক বা ওয়েবসাইট এড়িয়ে চলুন।
  • গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করবেন না।
  • নিয়মিত ফোন স্ক্যান করুন এবং ব্যাটারি/ডেটা রিপোর্ট মনিটর করুন।
  • সন্দেহজনক মেসেজ বা ইমেইলে ব্যক্তিগত তথ্য দেবেন না। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন।
  • লোকেশন, কন্টাক্টস, স্টোরেজ পারমিশন অপ্রয়োজনীয় অ্যাপকে দেওয়া থেকে বিরত থাকুন।
  • ব্যাংকিং বা সামাজিক অ্যাপের নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন।
  • ভিপিএন ব্যবহার করুন। এটি পাবলিক ওয়াইফাই-তে ডেটা সুরক্ষিত রাখে।
  • ডেটা এনক্রিপশন চালু করুন। এটি ফোনের ডেটা অ্যাক্সেস নিরাপদ রাখে।
  • গুগল ড্রাইভ বা আইক্লাউড ব্যবহার করুন। ডিভাইস হারিয়ে গেলে বা আক্রমণ হলে তথ্য পুনরুদ্ধার সহজ হবে।

ম্যালওয়্যার এখন শুধু বড় প্রতিষ্ঠান বা কম্পিউটার ব্যবহারকারীর সমস্যা নয়। স্মার্টফোনে যেকোনো ব্যক্তি ঝুঁকির সম্মুখীন হতে পারেন। নিয়মিত স্ক্যান, সতর্ক ব্যবহার এবং নিরাপদ অনলাইন অভ্যাস মেনে চললে ম্যালওয়্যারের ঝুঁকি কমানো সম্ভব। মনে রাখুন, ফোন সুরক্ষিত রাখার চাবিকাঠি হলো 'সতর্কতা + নিয়মিত রক্ষণাবেক্ষণ + নিরাপদ ব্যবহার'।