৪৭ বছর পর এশিয়ান কাপে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

By স্টার এক্সপ্লেইন্স
10 June 2025, 12:25 PM

এশিয়ান কাপে এখন পর্যন্ত একবারই অংশ নিয়েছে বাংলাদেশ। ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত আসরে খেলেছিল তারা। সেবার চার ম্যাচের চারটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

৪৭ বছরের ব্যবধানে আরেকটি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল। ২৪ দল নিয়ে সৌদি আরবে হবে আগামী ২০২৭ সালের আসর। এই আসরের বাছাইপর্বে এবার সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ।

মূল পর্বে ঠাঁই করে নিতে বাংলাদেশের সমীকরণ আসলে কি? কারা এবার স্বপ্ন দেখাচ্ছে? জানব আজকের স্টার এক্সপ্লেইন্সে।