পাবনায় কোরবানির হাট: পছন্দের পশু সাধ্যের বাইরে

By স্টার নিউজবাইটস
19 June 2023, 14:30 PM
UPDATED 19 June 2023, 20:58 PM

পাবনায় কোরবানির পশুর হাটে জোগান ভালো হলেও এখনো জমে উঠেনি বেচাকেনা। সাধ আর সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত পশু মেলাতে পারছেন না কিনতে আসা মানুষ। বিক্রেতারা বলছেন আশানুরূপ দাম না পাওয়ার কথা। বেশিরভাগ মানুষই গরু-ছাগল দেখছেন, দরদাম করছেন কিন্তু কিনছেন কম।