বলিউড বাদশার রাজকীয় প্রত্যাবর্তন

By স্টার মুভি রিভিউ
27 January 2023, 04:28 AM
UPDATED 27 January 2023, 10:36 AM

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি ভারতসহ প্রায় ১০০ দেশে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত 'পাঠান' সিনেমা।

সিনেমাটির 'বেশরম রং' গান প্রকাশের পর সমালোচনা-বিতর্ক তৈরি হয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' আইম্যাক্স ক্যামেরায় শুটিং হওয়া ভারতের প্রথম সিনেমা। এতে প্রথমবারের মতো শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন জন আব্রাহাম। আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে বলিউড বাদশাহর এটি চতুর্থ সিনেমা।

দেখার বিষয় দীর্ঘ বিরতির পর ফেরা শাহরুখ ভক্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন।