মুম্বাইয়ে মেসির সঙ্গে শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ

By স্পোর্টস ডেস্ক
14 December 2025, 16:49 PM
UPDATED 14 December 2025, 23:16 PM

বিশ্বকাপজয়ী, ১০ নম্বর জার্সি গায়ে আইকন ও নিজ নিজ খেলার সর্বকালের সেরা— ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ধরা দিলেন এক ফ্রেমে। এই দুই মহাতারকা রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একত্র হলেন।

আগের দিন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসিকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। সেই ধাক্কা সামলে তার 'দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫' এদিন আবার ছন্দ ফিরে পায় হায়দরাবাদ ও মুম্বাইয়ে। চলমান তিন দিনের সফরে চারটি শহরে যাবেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর থেকেই দর্শকরা ভিড় করেছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে মেসি ও শচীনের পাশাপাশি ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী মঞ্চে আসেন। এতে গ্যালারিতে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে ওঠে।

mumbai
ছবি: রয়টার্স

messi and sachin
ছবি: এক্স

মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে মেসিকে একটি উপহার দেন শচীন— তার ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আইকনিক জার্সি। ওই আসরে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মেসির সঙ্গে ছিলেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ।

messi and sachin
ছবি: রয়টার্স

sachin_and_messi.jpg
ছবি: এক্স

মেসির হাতে জার্সি তুলে দেওয়াকে 'মুম্বাই ও ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত' হিসেবে বর্ণনা করেন শচীন। তখন ভক্ত-সমর্থকদের যে তুমুল উন্মাদনা দেখা যায়, তা শচীনের মন্তব্যকেই সায় দেয়। প্রতিটি কোণ থেকে 'মেসি... মেসি... শচীন... শচীন' স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।

messi mumbai
ছবি: রয়টার্স