বাংলাদেশ-ভারত ‘ক্লাসিকো’: ঘুচবে ২২ বছরের অপেক্ষা?

By খেলা মাল্টিমিডিয়া
17 November 2025, 15:53 PM
UPDATED 17 November 2025, 22:19 PM
দ্য ডেইলি স্টারের স্পোর্টস পডকাস্ট 'পিচ পারফেক্ট'-এ দেখুন বাংলাদেশ-ভারত 'ক্লাসিকো'র প্রিভিউ।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচে বাংলাদেশকে আগামীকাল মঙ্গলবার খেলতে হবে ভারতের সঙ্গে, যাদের সঙ্গে লাল-সবুজের প্রতিনিধিরা সবশেষ জিতেছে ২২ বছর আগে।

পরিসংখ্যানে বাংলাদেশের বছরটা ভালো যায়নি। কিন্তু সব খারাপের মধ্যেও হামজা চৌধুরী-সমিত শোমকে নিয়ে কিছুটা আশা অন্তত ভারতের বিপক্ষে দেখতে চাইবেন ভক্ত-সমর্থকরা, চাইবেন জয়ের হাসি দিয়ে বছর শেষ করার।

বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচে কতটা চাপে থাকবেন? বাংলাদেশের প্লেইং ইলেভেন কেমন হতে পারে? দ্য ডেইলি স্টারের স্পোর্টস পডকাস্ট 'পিচ পারফেক্ট'-এ দেখুন বাংলাদেশ-ভারত 'ক্লাসিকো'র প্রিভিউ।