টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

By স্পোর্টস ডেস্ক
11 November 2025, 10:49 AM
UPDATED 11 November 2025, 17:00 PM

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি খেলতে নামার আগে বড় এক ধাক্কা খেয়েছে দলটি। দলের সঙ্গে যোগ দিতে পারছেন না অ্যাতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড় - হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হলুদ জ্বর প্রতিরোধে প্রয়োজনীয় টিকা সংক্রান্ত প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় তাদের বাদ দিতে হয়েছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে ছড়িয়ে থাকা এই ভাইরাসবাহিত রোগের ঝুঁকি এড়াতে অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য ভ্রমণকারীদের এ টিকা গ্রহণ বাধ্যতামূলক।

এএফএ এক বিবৃতিতে জানায়, 'খেলোয়াড়রা সময়মতো হলুদ জ্বরের টিকা সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, যা অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য আবশ্যক।'

আগামী বছরের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে। তবে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দল নির্বাচনে লিওনেল স্কালোনির জন্য বাড়তি চিন্তার কারণ হতে পারে।

জানা গেছে, লুয়ান্ডায় নির্ধারিত এই ম্যাচে নতুন কিছু মুখকে সুযোগ দিতে পারে আর্জেন্টিনা।