‘মুশফিকের বিনোদনটাও ক্রিকেট’
২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়সী মুশফিকুর রহিমের মাথায় প্রথম টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন হাবিবুল বাশার সুমন।
২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়সী মুশফিকুর রহিমের মাথায় প্রথম টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। অধিনায়ক হিসেবে মুশফিককে কাছ থেকে দেখার পাশাপাশি নির্বাচক হিসেবেও লম্বা সময় মুশফিকের ওঠা-নামা দেখেছেন।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাওয়া মুশফিকের ক্রিকেটের প্রতি নিবেদন, ভালোবাসার দিক বর্ণনা করেছেন সুমন। আবেগী মুশফিকের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা করে তুলে ধরেছেন তিনি, উইকেটকিপিং ছেড়ে কেবল ব্যাটার হয়ে খেলার সময়কার ঘটনাপ্রবাহ নিয়েও কথা বলেছেন।