বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের

By স্টার অনলাইন রিপোর্ট
12 June 2023, 14:20 PM
UPDATED 12 June 2023, 21:35 PM

ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আজ সোমবার সন্ধ্যায় বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের বড় ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বরিশাল সিটি ইউনিট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

রেজাউল করিম বলেন, 'বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে আমরা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করছি।'

এ ছাড়া আসন্ন সিলেট ও ​​রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বয়কট করার ঘোষণা দেন তিনি।  

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ইসলামী আন্দোলন এ সময় প্রধান নির্বাচন কমিশনার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করে।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থাহীনতার কথা জানিয়ে রেজাউল বলেন, 'এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।'

একই অবস্থা থাকলে আগামী জাতীয় নির্বাচনে তারা অংশ নেবে না বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন তাদের প্রার্থীর ওপর হামলার তীব্র নিন্দা জানায় এবং আগামী শুক্রবার সারাদেশের সব জেলা ও শহরে সমাবেশ করার ঘোষণা দেয়।

রেজাউল করিম জানান, নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।