বৃষ্টিতে ভেসে গেল সুপার লিগের প্রথম দিন

By ক্রীড়া প্রতিবেদক
19 June 2021, 12:29 PM
UPDATED 20 June 2021, 10:28 AM

রাতভর বৃষ্টিতে সকালে ম্যাচ শুরু হওয়াই ছিল শঙ্কায়। তবে মিরপুরে টস হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের খেলাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ৯ বল পরই নামা বৃষ্টিতে ভেসে গেছে সব সম্ভাবনা। দিনের বাকি দুই ম্যাচে টস করাও যায়নি। এই অবস্থা সবগুলো ম্যাচই আবার আয়োজন করা হচ্ছে।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, এই ম্যাচও আবার আয়োজন করা হবে। 

সকালে টসে জিতে দোলেশ্বরকে ব্যাট করতে পাঠায় গাজী। দুই ওপেনার ইমরুজ্জামান ও সাইফ হাসান ১.৩ ওভারে ৮ রান তুলার পরই নামে বৃষ্টি। নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যাক্ত হলে দুদল পয়েন্ট ভাগাভাগি করত। কিন্তু সবগুলো ক্লাবের সমঝোতায় ম্যাচ আবার আয়োজনের জন্য তা করা লাগছে না। 

এদিন বিকেএসপিতে রেলিগেশন লিগের ম্যাচও পড়ে  বৃষ্টিবাধায়। লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরুই হতে পারেনি। সেই ম্যাচটিও পরিবর্তীতে আবার আয়োজনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

মিরপুরে দুপুর ২টায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলার কথা ছিল বড় প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। 

এখন পুরো সুপার লিগের সূচিই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শনিবারের ম্যাচগুলোই আবার রোববার আয়োজন করা হচ্ছে।