আমরা এখানে শিরোপা জিততে এসেছি: আর্জেন্টাইন গোলরক্ষক

By স্পোর্টস ডেস্ক
19 June 2021, 09:43 AM
UPDATED 19 June 2021, 16:05 PM

ম্যাচের প্রায় শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা। সেই গোলের ব্যবধান ধরে রাখল শেষ পর্যন্ত। তাতে শুধু জয় নয়, টানা তিন ড্রয়ের পর হারানো আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে আলবিসেলেস্তারা। ম্যাচ শেষে দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কণ্ঠে ফুটে উঠল সেই দৃঢ়তা।

বাংলাদেশ সময় শনিবার সকালে 'বি' গ্রুপের ম্যাচে কোপা আমেরিকার সফলতম দুই দলের লড়াইয়ে ১-০ গোল উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুর দিকে অধিনায়ক লিওনেল মেসির অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার গিদো রদ্রিগেজ।

আর এমন জয়ের শিরোপাস্বপ্ন আরও জোরালো হয়েছে দলটির। ম্যাচে শেষে টিওয়াইসিকে দেখা এক সাক্ষাৎকারে এমিলিয়ানো বলেন, 'আমরা এখানে জয়ের জন্য এসেছি, এটিই আমারদের লক্ষ্য যার স্বপ্নে এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বের সেরা খেলোয়াড় আছে এবং একজন ভালো কোচ যিনি আমাদের প্রতিটি খেলায় একটি পরিকল্পনা দেন এবং আমরা এটা জিততে চলেছি।'

আসরে এর আগে নিজেদের প্রথম ম্যাচে এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে গোল হজম করা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সে বৃত্তও ভাঙতে পেরেছে দলটি।

রক্ষণভাগের প্রশংসায় মেতে এ গোলরক্ষক আরও বলেন, 'একটি দল হিসাবে আমাদের জয়ের অভাব ছিল, আমরা কিছুটা তিক্ত স্বাদ নিয়ে এখানে এসেছিলাম কারণ আমরা ভালো খেলেও জিততে পারিনি। এবং তারা গোল করেছিল যেটাতে আমরা  রক্ষণভাগে আরও কিছুটা ভাল করতে পারতাম। আজ আমরা প্রথমে ডিফেন্ড করেছি এবং পরে আক্রমণ করেছি এবং এটা ছিল অবিশ্বাস্য দৃঢ়তা।'

আর্জেন্টিনা জয় পেলেও আসরে তাদের চেয়ে ভালো খেলেছে বেশ কিছু দলই। বিশেষ করে উড়ন্ত ছন্দে আছে ব্রাজিল। তবে প্রতিপক্ষকে সম্মান করলেও কোনো দলকেই ভয় পান না বলে জানান এমিলিয়ানো, 'আমরা সবাইকে সম্মান করি তবে আমরা কাউকে ভয় পাই না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় সান্তিয়াগোতে চিলির বিপক্ষে ম্যাচ থেকে আজ আমরা আরও দৃঢ় ছিলাম এবং আজ আমাদের রক্ষণভাগ অনেক দৃঢ় ছিল।'

দলের সবাইও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে বলে জানান এ অ্যাস্টন ভিলা গোলরক্ষক, 'আমাদের দুর্দান্ত স্কোয়াড আছে, দলের যে কেউ তাদের কাজটি ভালোভাবে করতে চায়, কোচ অনেক খেলোয়াড়কে আত্মবিশ্বাস দেয় যা দলের জন্য ভালো।'