আরও জিম্মি-বন্দি মুক্তির সম্ভাবনা

By স্টার অনলাইন ডেস্ক
29 November 2023, 03:19 AM
UPDATED 29 November 2023, 09:43 AM

বিধ্বস্ত গাজায় বাড়তি দুই দিনের যুদ্ধবিরতির শেষ দিনে আজ বুধবার হামাস আরও জিম্মি ও ইসরায়েল আরও বন্দির মুক্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিম্মি-বন্দি মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে কিনা সবার দৃষ্টি এখন সেই দিকে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে আজ মুক্তি পেতে পারেন এমন ব্যক্তিদের তালিকা হামাসের কাছ ইসরায়েল পেয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ইসরায়েল বলেছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে যদি চুক্তি মোতাবেক হামাস প্রতিদিন ১০ জন করে জিম্মি মুক্তি দেয়।

হামাসের হাতে এখন বন্দি থাকা নারী ও শিশুর সংখ্যা কম বলে পুরুষদের মুক্তির জন্য যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে সংবাদ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামাস ও এর মিত্র ইসলামিক জেহাদ গতকাল মঙ্গলবার ১২ জিম্মিকে মুক্তি দেওয়ায় এখন পর্যন্ত মোট ৮১ জিম্মি মুক্তি পেল। তাদের মধ্যে শিশু, নারী ও বিদেশি আছেন।

গতকাল জিম্মিদের মুক্তি দেওয়ার কিছুক্ষণ পর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ওফার জেলখানা ও জেরুজালেমের একটি বন্দিশালা থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়।

ফিলিস্তিনের আধা-সরকারি সংস্থা প্যালেস্টাইন প্রিজনারস ক্লাব গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল মুক্তি পাওয়াদের অর্ধেক নারী ও বাকিরা তরুণ।

সংস্থাটি আরও জানায় যে, গত শুক্রবার শুরু হওয়া বন্দি বিনিময় প্রক্রিয়ায় এখন পর্যন্ত ১৮০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন।

ইসরায়েল ও হামাস গত শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর তা আরও দুই দিন বাড়ানো হয়। সেই বাড়তি দুই দিনের যুদ্ধবিরতি আজ শেষ হতে যাচ্ছে।