গাজা সীমান্তে মিশরীয় বাহিনীর পোস্টে গোলাবর্ষণ, দুঃখ প্রকাশ ইসরায়েলের

By স্টার অনলাইন ডেস্ক
22 October 2023, 16:12 PM
UPDATED 23 October 2023, 21:00 PM

হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এবার গাজা সীমান্ত সংলগ্ন মিশরীয় বাহিনীর একটি পোস্টে গোলাবর্ষণ করেছে ইসরায়েল।

আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে বিষয়টি 'ইচ্ছাকৃত নয়, ভুলবশত হয়েছে' বলে তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের একটি ট্যাঙ্ক ভুলবশত গাজা সীমান্তের কাছে কেরেম শালোমে মিশরীয় বাহিনীর এক পোস্টে গোলাবর্ষণ করেছে।

বিবিসি বলছে, কেরেম শালোম দক্ষিণ গাজার একমাত্র বাণিজ্যিক পণ্য জংশন, যা বর্তমানে বন্ধ আছে। এটি মিশর, গাজা এবং ইসায়েলের সংযোগস্থলের কাছে অবস্থিত।

এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী 'দুঃখ' প্রকাশ করে জানিয়েছে যে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।