আজ স্ত্রীর প্রশংসা করার দিন

By স্টার অনলাইন ডেস্ক
21 September 2025, 06:29 AM
UPDATED 21 September 2025, 12:36 PM

হয়তো আপনি এক বছর, দশ বছর কিংবা পঞ্চাশ বছর আগে বিয়ে করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ত্রীর প্রশংসা করা বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আপনার জীবনে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আজ সেই সুযোগটা নিতে পারেন। আপনার সহধর্মিণীর প্রশংসা করতে পারেন। কারণ, আজ স্ত্রীর প্রশংসা দিবস।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

তারপর থেকে অনেক দেশে জনপ্রিয়তা পেয়েছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা যায় না। ডে'জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আপনার সঙ্গীকে আংটি উপহার দিতে পারেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে আংটি কেনার রীতি প্রাচীনকাল থেকে চলে আসছে। এই রীতি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু। 

প্রেমের প্রতীক হিসেবে আংটি দেওয়া শুরু করেছিলেন রোমান কবি প্ল্যাটাস। কয়েক বছর পর, চতুর্থ শতাব্দীতে এটি ঐতিহ্যে পরিণত হয়।

এছাড়া সুন্দর একটি ফুলে তোড়া দিয়েও তার প্রশংসা করতে পারেন। কিংবা রেস্তোরাঁর খেতে যাওয়া, বা কোনো সিনোমার দেখার জন্য টিকিট কিনতে পারেন। কোথাও ঘুরতে যেতে পারেন। পারফিউম বা জুয়েলারি উপহার দিতে পারেন।

এর বাইরে আপনি চাইলে একটি চিঠি লিখেও স্ত্রীর প্রশংসা করতে পারেন।