জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন খাদিজাতুল কুবরা

By নিজস্ব সংবাদদাতা, জবি
16 November 2025, 14:26 PM
UPDATED 16 November 2025, 20:53 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাইবার নিরাপত্তা আইনের মামলায়  ১৫ মাস কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। 

আজ রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যুগ্ম আহ্বায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে খাদিজাকে এ চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে খাদিজাতুল কুবরা দ্য ডেইলি স্টারকে বলেন, আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এ জন্য ছাত্রদলের কেন্দ্রীয় ও জবি শাখার নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু জকসু নির্বাচন কেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবো। সেই প্রত্যয়ে আমি কাজ করে যাবো।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। দলীয় প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নের অংশ হিসেবে এই পদ দেওয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। 

এ বিষয় জানাতে চাইলে খাদিজা বলেন, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আগামীকাল আপনারাই জানতে পারবেন ছাত্রদলের প্যানেল থেকে কারা নির্বাচন করছেন।