তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও খাবার পাঠিয়েছে বিএনপি

By স্টার অনলাইন রিপোর্ট
16 February 2023, 13:37 PM
UPDATED 16 February 2023, 19:43 PM

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও শুকনো খাবার পাঠিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বিকেলে বারিধারায় তুরস্কের দূতাবাসে গিয়ে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় বিএনপির প্রতিনিধি দলের সদস্য দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তুরস্কের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গুরহান বাতুহান ত্রাণ গ্রহণ করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা তুরস্কের ভূমিকম্পে আহতদের জন্য বন্ধুত্বের নিদর্শন হিসেবে জরুরি ওষুধ ও শুকনো খাবার দূতাবাসে পৌঁছে দিয়েছি। তুরস্ক আমাদের ভ্রাতৃপ্রতীম বন্ধু দেশ। তাদের দুর্দিনে সহমর্মিতা প্রকাশ করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।'

'একই সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে সহমর্মিতা প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন। চিঠিটি আমরা চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে দিয়েছি।'

পরে বারিধারার দূতাবাসের আরেকটি অফিসে কার্গো ট্রাকে আনা ত্রাণ সামগ্রী দূতাবাস কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়।