তুরস্কে খাদ্য ও ওষুধ সহায়তা পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র

By স্টার অনলাইন রিপোর্ট
20 February 2023, 13:30 PM

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য ও ওষুধ সহায়তা পাঠাতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গণস্বাস্থ্য ফুডস লিমিটেড কর্তৃক উৎপাদিত মিনাভিট পুষ্টি খাদ্য ১০ হাজার প্যাকেট এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্তৃক উৎপাদিত ১৫০ ধরনের ওষুধ শুভেচ্ছা উপহার হিসেবে পাঠাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে রাজধানীর বারিধারায় তুরস্ক দূতাবাসের ত্রাণ কর্মসূচি সমন্বয়ক অফিসের পরিচালক সেভকি মারথ বারিশ এবং পরিচালকের সহকারী মনজুর এলাহিসহ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু। এসময় তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এসব সামগ্রী প্রদানের কথা জানান।

দূতাবাসের পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ বারিশ গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সঙ্গে স্বাগত জানান।

ঢাকায় তুরস্ক দূতাবাসের মাধ্যমে এসব সামগ্রী দ্রুত সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।