পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার
রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সন্দেহভাজন ব্যক্তির নাম নয়ন। র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। র্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে র্যাব পরে প্রেস ব্রিফিং করবে বলেও জানান তিনি।
শ্যামবাজার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আবদুর রহমানকে (৫৫) গতকাল দুপুরের দিকে শ্যামবাজারের মাওলা বক্স সরদার চক্ষু হাসপাতালের সামনে গুলি করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে পথচারীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।