কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে আজ শুক্রবার নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বক্তৃতাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
থানা থেকে লুট হওয়া পুলিশের এসএমজি-এলএমজি—এই ধরনের মারণাস্ত্র এবং ভারী অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের বলেন, 'এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই। উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে।'
কোনো ভারী অস্ত্র বাইরে নেই বলেও এ সময় তিনি দাবি করেন।
তবে এ পর্যন্ত কত সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 'আমি তো আজকে এসেছি একটা সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে, আমি তো ওই লিস্টটা নিয়ে আসি নাই যে, কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।'
অধ্যাদেশ পাস হওয়ার পর রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশকে নতুন করে গঠন করার উদ্যোগের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন বাহিনীর সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তা—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়। কোন বাহিনী কী...তাদের জন্য না। তাদের যদি কোনো সমস্যা থাকে, এটাও তারা সুপারিশ করতে পারবে এবং তাদের সুপারিশটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবো।'
এদিন সকালে সারাদেশ থেকে আসা স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে শোভাযাত্রা ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাছাইকৃত ২২ জন স্বেচ্ছাসেবক কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র পান।