আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
27 November 2025, 14:30 PM

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে থেকে দুটি বাংলাদেশি ট্রলার থেকে আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

আজ বৃহস্পতিবার সেন্টমার্টিন ফিশিং বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি জানান, বঙ্গোপসাগরে দ্বীপের কাছে মৌলর শিল এলাকায় ভাসমান ট্রলার থেকে ১২ জেলে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

তাদের মধ্যে ছয়জন পশ্চিম পাড়ার ইলিয়াসের মালিকানাধীন একটি ট্রলারে, অপর ছয়জন ছিলেন বাজারপাড়ার নূর আহমদের মালিকানাধীন আরেকটি ট্রলারে। 

দুই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকার সময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায় বলে জানান আজীম।

স্থানীয় জেলেরা জানান, জেলে অপহরণের ঘটনা বাড়তে থাকায় তারা উদ্বিগ্ন।

যোগাযোগ করা হলে কোস্টগার্ড পূর্ব জোনের এক কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি।

এ পর্যন্ত আরাকান আর্মি ১৫০ জনের বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে অপহরণ করে আটকে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আরাকান আর্মির ঘনিষ্ঠ গণমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, তাদের উপকূলীয় নিরাপত্তা টহল ইউনিট 'আজ সকালে বঙ্গোপসাগর থেকে ১২ বাংলাদেশিকে আটক করেছে।'

তাদের দাবি, জেলেরা 'আরাকানের জলসীমায় ঢুকে অবৈধভাবে' মাছ ধরছিল।

মিডিয়াটি আরও জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই ১৮ পর্যন্ত আরাকান কর্তৃপক্ষ সদিচ্ছার নিদর্শন হিসেবে প্রায় ১৮৮ বাংলাদেশি জেলে এবং ৩০টি নৌকা ফেরত পাঠিয়েছিল। 

তবে বাংলাদেশের পক্ষ থেকে 'যথাযথ ও গঠনমূলক প্রতিক্রিয়া না পাওয়ায়' বর্তমানে অনুপ্রবেশকারীদের এখন আটক ও বিচার করা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।