বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব

By স্টার অনলাইন রিপোর্ট
27 November 2025, 13:01 PM

বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, 'আমি যেটা জানি সেটা হলো, যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।'

'সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই আক্রমণ হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন,' বলেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 'প্রধান উপদেষ্টা আশা করেছিলেন যে রোহিঙ্গারা ঈদের আগে হয়ত বাড়ি ফিরতে পারবে। কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সময় প্রয়োজন।'

'প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ইতিবাচক ফলাফল আসবে,' বলেন তিনি।