মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা, আহত অন্তত ১০

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
23 November 2025, 09:24 AM
UPDATED 23 November 2025, 16:23 PM

মানিকগঞ্জে কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বাউলশিল্পী আলীম, আরিফুল ও জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

588755583_25394913143454090_6097488142061638979_n.jpg
হামলায় আহত কয়েকজন। ছবি: স্টার

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা। এসময় তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান।

whatsapp_image_2025-11-23_at_3.19.23_pm.jpeg
‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল থেকে এই হামলা হয়। ছবি: সংগৃহীত

একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে 'তৌহিদী জনতার' ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বিক্ষোভরত বাউলশিল্পীদের ওপর হামলা চালানো হয়। এসময় প্রাণ বাঁচাতে বাউলশিল্পীদের কেউ কেউ স্টেডিয়াম সংলগ্ন ডোবায় ঝাঁপ দেন। 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাউলশিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় বিক্ষুব্ধ বাউলশিল্পী রাজু আহমদ বলেন, 'আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছিলাম। কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।'

এর আগে, গত ২০ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।