ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
24 November 2025, 12:27 PM
UPDATED 24 November 2025, 23:10 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।  

আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, হলের ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রসঙ্গত, তিনবার ভূমিকম্পের ঘটনায় গত ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।