ভূমিকম্প আতঙ্ক: রোববার ঢাবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
22 November 2025, 15:32 PM
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে...

ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পর আগামীকাল রোববারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় আগামীকাল ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ৫ জন নারী শিক্ষার্থী।