লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

By স্টার অনলাইন রিপোর্ট
29 August 2025, 04:54 AM
UPDATED 29 August 2025, 11:03 AM

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর রাতে এ মামলা করা হয়।

আজ শুক্রবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'পুলিশ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ঢাকার একটি আদালতে হাজির করা হবে।'

এর আগে, গতকাল ঢাকায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ আরও ১৫ জনকে আটক করে পুলিশ। তার আগে একদল ব্যক্তি আলোচনাসভায় গিয়ে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমানসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশের হাতে তুলে দেয়।

'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজক ছিল নবগঠিত 'মঞ্চ ৭১' নামের একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটরিয়ামে।

অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। অধ্যাপক হাফিজুর রহমানের বক্তব্যের কিছুক্ষণ পরই একদল ব্যক্তি মিছিল নিয়ে ভেতরে ঢোকে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

তারা অডিটেরিয়ামের ভেতরে উপস্থিতদের অবরুদ্ধ করে রাখে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তারা লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে সোপর্দ করে। সেখান থেকে পুলিশ একটি ভ্যানে করে তাদের নিয়ে যায়।