জামায়াতের নিবন্ধন পুনর্বহালে ইসিকে আপিল বিভাগের নির্দেশ

By স্টার অনলাইন রিপোর্ট
1 June 2025, 04:45 AM
UPDATED 1 June 2025, 11:16 AM

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন 'অবৈধ' ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে জামায়াতের নিবন্ধনসহ অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আবেদনের শুনানি শেষে এ রায় দেন।

জামায়াতের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, আজকের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হলো।

তিনি বলেন, ইসি এখন প্রতীকসহ অন্যান্য বিষয়গুলো নিষ্পত্তি করবে।

দলটি প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য ইসিতে আবেদন করবে বলেও জানান এই আইনজীবী।