আ. লীগ জামায়াতের সঙ্গে কোনো সমঝোতা করেনি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
8 July 2023, 13:43 PM
UPDATED 9 July 2023, 14:08 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করেনি।

আজ শনিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে স্বাধীনতা বিরোধীরা সরাসরি রাজনীতি করতে পারে। এটা আশ্চর্যজনক যে, জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারছে।'

রাজনৈতিক দল হিসেবে এখনো নিষিদ্ধ না হওয়ায় জামায়াত চাইলে নির্বাচনে অংশ নিতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে।'