ধানমন্ডি ৩২ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এক্স-পোস্ট দাবিতে মিথ্যা প্রচারণা

By স্টার অনলাইন রিপোর্ট
6 February 2025, 16:05 PM
UPDATED 6 February 2025, 22:12 PM

ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এক্সে (সাবেক টুইট) দেওয়া পোস্ট দাবিতে প্রচারিত বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ রোববার রিউমর স্ক্যানার এই তথ্য জানিয়েছে।

রিউমর স্ক্যানার বলছে, ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের পোস্টের ভিত্তিতে বিষয়টি ভাইরাল হলেও প্রকৃতপক্ষে এটি পাকিস্তান সেনাবাহিনীর অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটির বায়ো অনুযায়ী, এটি একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিকের ব্যক্তিগত প্রোফাইল। তাছাড়া, এক্সের পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে এটি ভেরিফাইড চিহ্ন পেয়েছে।