ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

By স্টার অনলাইন রিপোর্ট
2 June 2024, 05:51 AM

ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইনে আজ রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ পাওয়া যাচ্ছে আগামী ১২ জুনের টিকিট।

সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত ট্রেনের বিক্রি নিয়ে কোনো সমস্যা হয়নি।