বেলকুচিতে এমপির পিএসের নেতৃত্বে পৌর মেয়রের ওপর হামলার অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, পাবনা
16 May 2024, 19:04 PM

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়রের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে হামলা হলে মেয়র সাজ্জাদুল হক রেজাসহ চারজন আহত হন।

স্থানীয় এমপি মোমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ মেয়রের।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মেয়র সাজ্জাদুল হক রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বোর্ড প্রতিনিধিদের সঙ্গে সভা করি। সভা শেষে ফেরার পথে অতর্কিতে আমার ওপর হামলা হয়।'

এসময় হামলাকারীরা তাকে এবং তার সন্তানের ওপর হামলা করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে আরও দুজন আহত হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মেয়র।

এ অভিযোগের বিষয়ে সংসদ সদস্যের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত সহকারী সেলিম সরকার সাংবাদিকদের বলেন, 'ম্যানেজিং কমিটির বিষয়ে বোর্ড কর্মকর্তাদের কাছে স্থানীয়রা অভিযোগ দিতে গেলে মেয়রের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে হামলা হতে পারে। তবে এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।'

যোগাযোগ করা হলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেয়রের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।'