অনিবন্ধিত ৫৯২ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

By স্টার অনলাইন রিপোর্ট
30 August 2022, 18:00 PM

অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্রথম দিনের অভিযানে সারাদেশে ৫৯২ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাশাপাশি অভিযানে মোট ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) ডা. দেওয়ান মো. মেহেদী হাসান ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের প্রথম দিন বন্ধ করে দেওয়া ৫৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টি ঢাকা বিভাগে, ৭৬টি চট্টগ্রামে, ৫৪টি ময়মনসিংহে, ৫৩টি রাজশাহীতে, ১৪৯টি খুলনায়, ১৯টি রংপুরে, ১২টি বরিশালে এবং ১টি সিলেট বিভাগের।

চলতি বছরের ২৬ মে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। 

সেসময় ১ হাজার ৬০০টিরও বেশি অননুমোদিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর প্রায় ৩ মাস পর, গত সোমবার থেকে আবারও অভিযানের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।