উত্তাপ ছড়ানো আমার উদ্দেশ্য না: লতিফ সিদ্দিকী

By স্টার অনলাইন রিপোর্ট
10 January 2024, 06:51 AM
UPDATED 10 January 2024, 18:18 PM

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, 'উত্তাপ ছড়ানো আমার উদ্দেশ্য না। আমার লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য।'

আজ বুধবার জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'উত্তপ্ত বা উত্তাপ, আমি কিন্তু সঙ্গত কথার বাইরে যাই না। আমি যা বিশ্বাস করি অন্যের কাছে অসঙ্গত মনে হলেও আমার কাছে যা সঙ্গত মনে হয় তাই বলি। এর বাইরে আমি কোনো কথা বলি না।'

তিনি আরও বলেন, 'কে স্বাধীনতা বিরোধী আর কে পক্ষে সেটি বিচার করার বিষয়।' তাই এখনই সেটি নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।