কাল শপথ নেবেন না জাপার নবনির্বাচিত এমপিরা

By স্টার অনলাইন রিপোর্ট
9 January 2024, 08:33 AM
UPDATED 9 January 2024, 16:52 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) নির্বাচিত সংসদ সদস্যরা (জাপা) আগামীকাল বুধবার শপথ নেবেন না বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দলের নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নেবেন না। তারা আগামীকাল বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাপা থেকে নির্বাচনে জয়ী হওয়া রুহুল আমিন হাওলাদার ডেইলি স্টারকে জানান, আগামীকাল শপথ নেওয়ার বিষয়ে তিনি এখনো দলের উচ্চপর্যায়ের কাছ থেকে কোনো বার্তা পাননি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বর্তমানে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।

জিএম কাদের ও আনিসুল হক গতকাল জানান, বুধ বা বৃহস্পতিবার তারা ঢাকায় ফিরবেন।

সংসদ সচিবালয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন।

এবারের নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী ১১ আসনে জাপা প্রার্থী জয়ী হয়েছেন।