দেবিদ্বারে ভোটকেন্দ্রের বাইরে হাতাহাতিতে একজনের মৃত্যুর অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
7 January 2024, 09:53 AM
UPDATED 7 January 2024, 15:56 PM

কুমিল্লা ৪ আসনের দেবীদ্বারে ভোটকেন্দ্রের বাইরে হাতাহাতিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

নিহতের নাম নোয়াব আলী (৬০)। তিনি দেবীদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর (দঃ) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে।

পরিবারের অভিযোগ, ভোটকেন্দ্রে হাতাহাতির পর তার মৃত্যু হয়।

তার ছেলে আবদুর মিয়া বলেন, 'বাবা সকালে ওয়ার্ডের ৭৭ নম্বর কাশারিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে স্থানীয় কিছু লোক তাকে মারধর করেন।'

পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ সুরতহাল করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। পরিবার থেকে জেনেছি তিনি পূর্বে দুবার স্ট্রোক করেছেন।'