নড়াইল ২: ভোট দিলেন মাশরাফি

By নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট
7 January 2024, 06:15 AM
UPDATED 7 January 2024, 16:09 PM

নড়াইল ২ আসনে আওয়ামী লিগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা সকাল পৌনে ১১ টায় ভোট দিয়েছেন শহরের নড়াইল সরকারি টেকনিকাল স্কুল ও কলেজ কেন্দ্রে।

ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকের মাশরাফি জানান, ভোটার উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট।

তবে শীতের সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ruturaj_and_jadeja.jpg
নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থি মাশরাফি ভোট দিয়েছেন। ছবি: স্টার

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও তা নিশ্চিত হতে ভোটগ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।