ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে বিএনপি নেতা নিহত

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
26 December 2025, 11:06 AM
UPDATED 26 December 2025, 17:25 PM

ফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল সর্দার (৪৮) জাটিগ্রাম এলাকার হবি সর্দারের ছেলে। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় জুয়েল মিয়া ও সাইফুল সর্দারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে অতর্কিত হামলায় এ ঘটনা ঘটেছে।'

ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সর্দারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় গুরুতর আহত হন সাইফুল সর্দার। 
হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হামলায় গুরুতর আহত ইসমাইল মোল্যা নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাইফুল সর্দারের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার আজম।