যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

By স্টার অনলাইন রিপোর্ট
17 December 2025, 17:28 PM

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলেন তারই চালক।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে ওই চালক তাকে গাড়ির ভেতর আটকে রাখেন। এ সময় চালক গাড়িটি ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকেন। শেষে গাড়িটি পরিকল্পনা কমিশনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী চালককে আটক করে।

এ ঘটনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে বলে ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

ওই যুগ্ম সচিবের নাম মাকসুদা হোসেন। তিনি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত।

আটক চালকের নাম আবদুল আউয়াল (৪০)। তিনি গত দুই মাস ধরে যুগ্ম সচিবের সরকারি গাড়ি চালাচ্ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের আরেক যুগ্ম সচিবের গাড়ি চালিয়েছেন।

বিকেলে চালককে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মাকসুদা হোসেন সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন। সেখান থেকে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চালক চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে গিয়ে গাড়ির গতিপথ ঘুরিয়ে দেন। তিনি কোনো কারণ না জানিয়ে বিজয় সরণি, মহাখালী, বনানী ও এয়ারপোর্ট রোড দিয়ে গাড়ি চালাতে থাকেন।

এ সময় বিপদের আশঙ্কা বুঝতে পেরে এক সহকর্মীকে বিষয়টি অবহিত করেন যুগ্ম সচিব। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার চেষ্টা করেন। তখন চালক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং গাড়ির দরজা লক করে দেন। এরপর উত্তরার দিয়াবাড়ি ও বেড়িবাঁধ এলাকা হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে গাড়ি নিয়ে যান। চালক ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে দুপুরের দিকে আবার পরিকল্পনা কমিশনে ফিরে আসেন।

পুলিশ আরও জানায়, মাকসুদা হোসেন তাকে আটক রাখার কারণ জানতে চাইলে চালক কোনো উত্তর দেননি। পরে চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার জন্য ৬ লাখ টাকা দাবি করেন। শুরুতে তিনি ৫০ হাজার টাকা চেয়েছিলেন।

তিনি চালককে জানান যে, তার কাছে তখন কোনো টাকা ছিল না এবং অফিসে পৌঁছানোর পর টাকা দেবেন। এরপর অফিসে চালক গাড়ি নিয়ে অফিসে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।