ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা 

By নিজস্ব সংবাদদাতা, পাবনা
17 December 2025, 07:04 AM

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. বীরু মোল্লা (৭৫) লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এরপর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'ভুক্তভোগীর মাথা ও মুখে স্প্লিন্টারের আঘাতসহ গুরুতর জখম এবং নির্যাতনের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।'

পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ভাতিজা মো. পবন দ্য ডেইলি স্টারকে জানান, প্রবীণ রাজনীতিবিদ বীরু মোল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

হত্যার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি নিশ্চিত তথ্য ছাড়া এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুজ্জামান বলেন, 'প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্বশত্রুতা ও জমি–সংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।'

পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, চরের জমি দখলকে কেন্দ্র করে বীরু মোল্লার সঙ্গে তার ভাই জহুরুলের বিরোধ চলে আসছিল।

এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান ওসি।