মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ঝালকাঠি থেকে অভিযুক্ত গৃহকর্মী গ্রেপ্তার

By স্টার অনলাইন ডেস্ক
10 December 2025, 06:59 AM
UPDATED 10 December 2025, 16:43 PM

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।

মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা জানান, অভিযুক্ত গৃহকর্মীকে ঝালকাঠিতে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী মো. রাব্বিকেও আটক করা হয়েছে।

সোমবার সকালে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া ওই গৃহকর্মী নাফিসার স্কুলের ইউনিফর্ম পরে বাসা থেকে পালিয়ে যান।

অভিযুক্ত গৃহকর্মী ওই বাসায় কাজ নেওয়ার সময় তার নাম 'আয়েশা' বলে জানিয়েছিলেন। তবে এটা তার প্রকৃত নাম নয় এবং তিনি সঠিক ঠিকানাও দেননি। ঘটনার সময় ওই গৃহকর্মীর সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। ফলে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না বলে জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন। 

এ ছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো অচল থাকায় তিনি কোন দিকে পালিয়েছেন, তা নিশ্চিত হওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানায় পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, এই জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। নিহত লাইলা আফরোজের স্বামী এজেডএম আজিজুল ইসলাম (৪৮) মামলাটি করেন।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রধান অভিযুক্ত গৃহকর্মী 'আয়েশা' ওই বাসা থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, কিছু স্বর্ণালঙ্কাকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন।